বিক্রয় ও বিতরণ বিভাগ-২, বিউবো, সিলেট দপ্তরের নিয়ন্ত্রনাধীন নিম্নোক্ত ১১ কেভি ফিডারের আওতাধীন এলাকা সমূহের বিতরণ লাইন এবং ট্রান্সফরমারের জরুরী মেরামত ও সংরক্ষণ কাজ সহ রাইট অফ ওয়ে বরাবর গাছ-পালার শাখা প্রশাখা কর্তন কাজের জন্য নিম্নোক্ত তারিখ ও সময় অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে।
১৩/১২/২০২৩ ইং, বুধবার, সকাল ৮-০০ টা হইতে বিকাল ৪-০০ টা পর্যন্তঃ মেন্দিবাগ, সাদাটিকর, নোওয়াগাঁও, সাদিপুর, কুশিঘাট, মিরাপাড়া, শাপলাবাগ, কল্যানপুর ও তৎসংলগ্ন আশপাশ এলাকা।
১৪/১২/২০২৩ইং, বৃহস্পতিবার, সকাল ০৮-০০ টা হইতে বিকাল ০৪-০০ টা পর্যন্তঃ সোনারপাড়া, নবারুন আ/এ, মজুমদারপাড়া, ফরহান খা পুল, দর্জিপাড়া, দাদাপীর মাজার, খারপাড়া ও তৎসংলগ্ন আশপাশ এলাকা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস